রাজনগরে যুবলীগের আয়োজনে শেখ ফজলুল হক মনি’র জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা যুবলীগের আয়োজনে বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় গোবিন্দবার্টি বাজারে যুবলীগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল হোসেন, ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাহি খানসহ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীবৃন্দ । উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন রাজনগর কাটাজুরি জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মঈনুদ্দিন।