রাজনগর উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে কে আসছেন

আজ ৭ ডিসেম্বর হতে যাচ্ছে মৌলভীবাজারের রাজনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলন ঘিরে সাজ সাজ রব পড়েছে। নেতৃত্বে কে আসছেন- তা নিয়েও সবার মধ্যে উৎসুক অবস্থা বিরাজ করছে। সম্মেলন ঘিরে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে রাজনগর সদর থেকে সম্মেলনস্থল রাজনগর সরকারী কলেজ মাঠ পর্যন্ত শতাধিক দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ ছাড়াও নানা রংয়ের পতাকা, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন দিয়ে নবরূপে সাজানো হয়েছে উপজেলা শহরকে।

অতিথিদের সামনে পরিচ্ছন্ন উপজেলা কমিটি উপহার দিতে দিনরাত চেষ্টা করে যাচ্ছেন জেলা কমিটির নেতা কর্মীরা। নেতা-কর্মীদের মধ্যে বিরাজ  করছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। সবকিছু মিলিয়ে রাজনগর আওয়ামী লীগের সম্মেলন ঘিরে এখন উৎসবের উপজেলা।

আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলছেন, শুধু বাহ্যিক সাজসজ্জাই নয়, সম্মেলনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন এবং সাংগঠনিকভাবে যোগ্য কমিটি উপহার দেবেন তারা। আওয়ামী লীগ সভাপতির শুদ্ধি অভিযানের প্রতিফলনও উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে থাকবে বলে প্রত্যাশা তাদের। তারপরও সম্মেলনে নতুন কমিটি গঠনে চমকের আভাস দিয়েছেন দায়িত্বশীল নেতারা।

বর্তমান সভাপতি আলহাজ্ব মিছবাহুদোজ্জা ভেলাই মিয়ার
পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আছকির খান,বর্তমান সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদের নামও নতুন কমিটির সম্ভাব্য সভাপতি হিসেবে আলোচিত হচ্ছে।

সাধারণ সম্পাদক পদে জেলা কমিটির সদস্য মিলন বখত
ও উপেজলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খানের নামও আলোচিত হচ্ছে।

এ ছাড়া কমিটির বিতর্কিতদেরও নতুন কমিটিতে না রাখার পক্ষে নেতারা। উপজেলা আওয়ামী লীগের একনেতা বলেন, বিতর্কিতদের বাদ দিয়ে নবীন-প্রবীণের সমন্বয়ে উপজেলা কমিটি গঠিত হবে।

উপজেলা কমিটিতে নবীন-প্রবীণের সমন্বয়ে সাংগঠনিকভাবে দক্ষ এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন পাবে বলে তারা আশা করছেন। এ সম্মেলনের মাধ্যমে দল হাইব্রিড ও সুসময়ের কোকিলমুক্ত হবে এবং অভিজ্ঞ, গ্রহণযোগ্য, সৎ, স্বচ্ছ, পরীক্ষিত ও নিবেদিত নেতারা দল পরিচালনার দায়িত্ব পাবেন বলে আশা করেন উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা ।
রাজনগর সরকারী ডিগ্রী কলেজ মাঠে সম্মেলনে প্রধান অতিথি তাকবেন দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বিশেষ অতিথি তাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবা উদ্দিন সিরাজ। সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ এমপি,
প্রধান বক্তা তাকবেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিসবাহুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি তাকবেন কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমদ কামরান,রফিকুর রহমান, প্রমুখ।এছাড়াও জেলা যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত তাকবেন।

আরও সংবাদ