রাজনগরে জয়িতা হলেন তিনজন
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোববার সকালে র্যালী, আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৩জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে ।
রাজনগর উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, ডা. বর্ণালী দাস, ওসি আবুল হাসিম , মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, ছালেক মিয়া, নকুল চন্দ্র দাস, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ। রাজনগর সরকারি কলেজের রাষ্টবিজ্ঞানের প্রধান শাহানারা রুবির সঞ্চালয়নায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার। জয়িতাদের মধ্যে বক্তব্য রাখেন নাজমা চৌধুরী, লিপি রানী দাস, নাজমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, কৃষি অফিসার শাহাদুল ইসলাম, রাজনগর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শংকর দুলাল দেব, সৈয়দ ফুয়াদ হোসেন, আহমদউর রহমান ইমরান প্রমূখ। আলোচনা শেষে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ এ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় উপজেলার ৩ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী কামারচাক ইউনিয়নের লিপি রানী, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা সাফল্য অর্জনকারী নারী টেংরা ইউনিয়নের নাজমা বেগম ও সফল জননী হিসেবে রাজনগর সদর ইউনিয়নের নাজমা চৌধুরী।