মৌলভীবাজারে শানে মোস্তফা সম্মেলন ১৩ ডিসেম্বর
১৩ ডিসেম্বর শুক্রবার মৌলভীবাজার কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্টিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী স. মাহফিল উপলক্ষে শাহ্জালাল র. ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক শানে মোস্তফা মহা সম্মেলন।
ট্রাস্টের সভাপতি সদর উপেজলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিয আলাউর রহমান টিপুর সভাপতিত্বে সম্মেলনে তাশরিফ আনবেন -সায়্যিদ মোস্তাক মাদানী ভারত,
মাওলানা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলি,
ড.শায়েখ রিয়াদ আল হাসান বাজু লেবানন,
মাওলানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি,
শায়েখ হামদি কানজু আল মাখজুমী সিরিয়া, এছাড়াও দেশ বিদেশের ইসলামী চিন্তাবীদগন বক্তব্য রাখবেন।
মাহফিল উপলক্ষে জেলার সব উপজেলায় প্রচারনা চলছে চোখে পড়ার মত। এদিকে মাহফিল মাহফিল সফল করার লক্ষে জেলার রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের সাথে ও স্কুল, কলেজ, মাদরাসার প্রিন্সিপালদের সাথে মত বিনিময় চালিয় যাচ্ছেন তারা। মাহফিল পরিচালনা কমিটির দাবি মাহফিলে হাজার হাজার মুসল্লিদের আগমন ঘটবে। সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করছেন মাহফিল পরিচালনা কমিটি।