রাজনগরে স্বামীর বাড়ী যাবার পথে ট্রাক চাপায় নিহত একজন
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ট্রাক চাপায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম আবজুন বেগম। তিনি রাজনগর উপজেলার বালিগাঁও গ্রামের কনা মিয়ার মেয়ে। ঐ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে । বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার মৌলভীবাজার – সিলেট মহাসড়কের তেলীজুরী নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।খবর নিয়ে জানা যায় যে বাবার বাড়ী থেকে মৌলভীবাজার স্বামীর বাড়ী যাবার পথে ট্রাকের চাপায় সিএনজির যাত্রী আবজুন বেগম (৪৫) এর মৃত্যু হয়েছে।