বৈদ্যুতিক খুটিতে ধর্মীয় প্ল্যাকার্ড লাগালো আলোর দিশারী ক্লাব


রাস্তার দুইপাশে বৈদ্যুতিক খুটিঁ। আকাঁবাকাঁ রাস্তার দুইপাশে সেইসব খুটিঁতে ধর্মীয় বিভিন্ন প্ল্যাকার্ড লাগিয়ে সৌন্দর্য বর্ধনে কাজ করল আলোর দিশারী নামক সামাজিক সংগঠন।
জুড়ির পশ্চিম ভবানীপুর গ্রামের যুবকদের নিয়ে গঠিত আলোর দিশারী সমাজকল্যাণ সংস্হার বিভিন্ন সামাজিক কাজের মধ্যে এটি একটি।
ক্লাবের প্রধান উপদেষ্টা মর্তুজা আলী জানান, আমাদের এলাকার উন্নয়নে যুবকদের নিয়ে গঠিত এ সংগঠন।খেলাধুলা,সামাজিক অনুষ্ঠান, গরীব,অসহায়দের সহযোগিতার লক্ষ্য নিয়ে গড়া এ সংগঠনে আজ আমরা পশ্চিম ভবানীপুর এলাকায় বৈদ্যুতিক খুটিঁতে সৌন্দর্যের জন্য বিভিন্ন ধর্মীয় প্ল্যাকার্ড লাগিয়েছি।যাতে সৌন্দর্য ও হয় পাশাপাশি মানুষ এটা পড়লে সওয়াবের অংশীদার হবে।
গত শুক্রবার এ কাজে অংশ নেন ক্লাবের সভাপতি -মাছুম আহমদ , সহ সভাপতি – রফিক আহমদ , সাধারণ সম্পাদক – ফরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন স্বপন, জাকির হুসেন, সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ, সদস্য –
হুসেন আহমদ
আজিজ আহমদ বাদশা, মনসুর
জামাল, দুলাল মিয়া, আজিদ মিয়া, আমির হুসেন, সায়েম আহমদ হুসেন আহমদ, সাচ্ছু মিয়া,খোকন মিয়া, সুমন মিয়া প্রমুখ।

আরও সংবাদ