রাজনগরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
রাজনগরে গাছের সাথে ঝুলে থাকা অটোরিক্সা চালক এক যুবকের মৃতদেহ উদ্ধার। প্রত্যক্ষদর্শি সুত্রে জানাগেছে ভোর ৬টায় রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের করতল গ্রামে ঈদগাহ টিলার গাছবাগানে সাহেল আহমদ (২২)নামের এক যুবকের মৃতদেহ আকাশি গাছের সাথে গলায় মাফলার দিয়ে পেছানো ঝুলন্ত অবস্থায় এলাকাবাসী দেখতে পায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। ইউপি সদস্য সাহেদ জানান ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারনে সে আত্নহত্যা করেছ। অটোরিক্সা চালক নিহত সাহেল করতল গ্রামের বিলাল মিয়ার ছেলে। পারিবারিক সুত্রে জানা যায় স্ত্রীর সাথে ঝগড়াঝাটির এক পর্যায়ে সে আত্নহত্যার পথ বেছে নিয়েছে। রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাশিম জানান সুরতহাল রিপোর্টে তার গলায় কাপড় পেছানোর চিহ্ন পাওয়া গেছে। এব্যাপার রাজনগর থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।