ইউকে-বাংলা প্রেসক্লাবে বিজয় দিবসে আলোচনা সভা
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইউকে-বাংলা প্রেসক্লাবের উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে পূর্ব লন্ডনের একটি কনফারেন্স হলে ইউকে-বাংলা প্রেসক্লাবের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী ও কোষাধ্যাক্ষ সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক পীরজাদা হোসাইন আহমেদ । সভায় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বাংলা সংলাপ সম্পাদক মশাহিদ আলী, খান জামাল নুরুল ইসলাম, কলামিস্ট সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, আজিজুল আম্বিয়া, সমাজকল্যাণ সম্পাদক জয়নুল আবেদিন, সহ-সম্পাদক আবু তালহা চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও আত্মদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন আমাদের সবার উচিত দেশের ইতিহাস জানা। বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানেন না। সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ