হাসিনা-কাদেরই আ.লীগের সভাপতি-সম্পাদক নির্বাচিত

আবারও আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে টানা নবমবার দলটির সভাপতি হলেন তিনি। একই সঙ্গে ওবায়দুল কাদের আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলনে শনিবার (২১ ডিসেম্বর) সমাপনী অধিবেশনে কাউন্সিলরদের সমর্থনে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন তারা।

সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন মতিন খসরু। পীযুষ ভট্টাচার্য সমর্থন করেন। সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। আবদুর রহমান সমর্থন করেন।

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকেই নির্বাচিত ঘোষণা করেন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ