করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির লাশ দাফনে প্রস্তুত একঝাঁক আলেম
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছে তাদের কাছ থেকে যখন নিকটাত্মীয়রাও পালিয়ে যাচ্ছে, তাদের পাশে এগিয়ে আসছে না কেউ, এমন সময়ে মৌলভীবাজারের একঝাঁক তরুণ আলেম করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী লাশের সৎকারে এগিয়ে এলেন। এমনকি লাশ বহনের (জেলার ভিতরে) জন্য প্রস্তুত রেখেছেন এম্বুলেন্সও।
এসব তরুণ আলেমদের তত্বাবধানে জেলায় করোনাভাইরাস আক্রান্তে কোনো মানুষ মারা গেলে লাশের গোসল, জানাযা, দাফনসহ সার্বিক সহযোগিতা করতে প্রস্তুতি নিয়েছেন তারা। সেজন্য তারা একটি স্বেচ্ছাসেবী টিমও গঠন করেছেন। ফ্রি এম্বুলেন্স সার্ভিসের ঘোষণা দিয়েছেন মাদানী এম্বুল্যান্স সার্ভিসের সত্ত্বাধিকারী মাওলানা আব্দুল মজিদ। স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান হলেন মাওলানা মঈনুদ্দীন (ইমাম ও খতীব -মসজিদে বিলাল রা.বিটিসিএল জামে মসজিদ মৌলভীবাজার। মোবাইল-০১৭১২৩৫৩৩৫০)
সমন্বয়কারী হলেন মাওলানা মুহাম্মদ জিয়া উদ্দীন ইউসুফ ( ভাইস প্রিন্সিপাল নুরুল কুরআন মাদ্রাসা শ্রীরাইনগর, সদর, মৌলভীবাজার, ০১৭১৬৯৬৯৯৯৯।
এছাড়াও ওই টিমের অন্যান্য সদস্যরা হলেন-
হাফিজ আব্দুল মুকিত
মাওলানা আব্দুল মতিন
হাফিজ মাওলানা মিসবাহ উদ্দীন যুবায়ের
মাওলানা ওবায়দুল জালাল বখতিয়াহাফিজ
মাওলানা সৈয়দ ইমরান
মাওলানা নোমান আহমদ
হাফিজ মাওলানা আজফার খাঁন
মাওলানা মুদ্দাসিসর আহমদ
মাওলানা আব্দুল ফাত্তাহ চৌধুরী
মাওলানা জুনায়েদ আহমদ
মাওলানা আনোয়ার হুসাইন
মাওলানা শাকের আহমদ রাফি
হাফিজ তাওহিদুল ইসলাম
মাওলানা আব্দুল আলিম
মাওলানা জাহিদ আহমদ জিয়া
মাওলানা মনিরুল ইসলাম জহির
হাফিজ আব্দুল আহাদ
হাফিজ মুহিবুর রহমান রাফে
হাফিজ আব্দুল হামিদ মাহফুজ
হাফিজ আব্দুল আজিজ ইমরান
মাওলানা আহমদ যুবায়ের জুয়েল।
স্বেচ্ছাসেবী টিমের সমন্বয়কারী মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ বলেন, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের সৎকারে কেউ এগিয়ে আসছে না এমনকি পরিবারের লোকজন তাদের ছেড়ে চলে যাচ্ছে। আমরা বিভিন্ন মিডিয়া দেখতে পেয়েছি।
একজন মানুষের সৎকারে কি আসবে না এরচেয়ে অমানবিকতার হতে পারে না।
শুধু মুসলিম নয় যেকোন মানুষ হিন্দু বোদ্ধ যেকোন মানুষ মারা গেলে আমরা তাদের ধর্মীয় অনুযায়ী সতকারের ব্যবস্থা করব।
তিনি আরো বলেন, অনেকেই অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন আর সবাইকে প্রয়োজনে অংশ নেয়ার সুযোগ প্রদান করা হবে। এ বিষয়ে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটি লিখিত আবেদনও জানাবো।
এশিয়াবিডি/ সোহেল