সুনামগঞ্জ জেলা লকডাউন


নভেল করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারের সব নির্দেশনা মেনে চলতে বাধ্য করাসহ নাগরিকদের নিরাপত্তায় সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রোববার (১২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি বৈঠকে এই ঘোষণা দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় সেনা, পুলিশ ও অন্যান্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, করোনা সংক্রমণ ঠেকাতে এই ঘোষণা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘোষণা বলবৎ থাকবে। এতে জেলা থেকে কেউ বাইরে যেতে বা ঢুকতে পারবেন। তবে জরুবিসেবা এর আওতামুক্ত থাকবে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ