এবি ডি ভিলিয়ার্সের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রায় অনিশ্চিত!
মহামারি করোনাভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে এখন সব খেলাই বন্ধ রয়েছে। এজন্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই ডিভিলিয়ার্সের জাতীয় দলে ফিরে আসার সম্ভবনাও প্রশ্নের মুখে। নিজেই সে কথা বলেছিলেন এবি ডি ভিলিয়ার্স।
তিনি বলেন, “আগামী ছয় মাসে কি হবে তা আমাদের কারোর জানা নেই! যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পরের বছরে হয় তাহলে কিন্তু অনেক কিছুই বদলে যাবে। এখন হয়তো আমি তৈরি, কিন্তু পরের বছর আমি শারীরিকভাবে কোন জায়গায় থাকব, আদৌ পুরোপুরি ফিট থাকবো কিনা! সেটা তো আমার জানা নেই।”
পাশাপাশি ডি ভিলিয়ার্স আরও বলেন, “আমি বাউচারের সঙ্গে কথা বলেছিলাম। আমি আগ্রহী ছিলাম দলে ফিরতে। এমনকি দলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করব বলেছিলাম। কিন্তু এখন তো আর আমি খেলতে পারব না। তাই আমি প্রতিশ্রুতি দিতে চাইনা।”
এবি ডিভিলিয়ার্স ২০১৮ সালের মে মাসে অবসর ঘোষণা করেন। যদিও তিনি বিদেশি বিভিন্ন লিগে খেলা চালিয়ে যাচ্ছেন। তবে এবিডি ২০১৯ বিশ্বকাপে অবসর ভেঙে ফিরে আসার কথা বললেও সে সময় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাঁকে দলে নেয়নি। কিন্তু মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকার কোচ হওয়ার পর মিস্টার ৩৬০ ডিগ্রিকে দলে ফেরাতে উদ্যোগী হয়েছেন আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান