না.গঞ্জ থেকে পালাতে গিয়ে ৩০০ নারী-পুরুষ আটক

নভেল করোনভাইরাস সংক্রমণরোধে জারি করা লকডাউন অমান্য করে নারায়ণগঞ্জ থেকে পালানোর সময় প্রায় তিনশত নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জ থেকে সাতটি পিকআপ ভ্যান, একটি ট্রাক ও একটি ট্রলারে করে তারা কিশোরগঞ্জসহ অন্যান্য এলাকায় পালিয়ে যাচ্ছিলেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে পুলিশের  অভিযানে তারা আটক হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নারায়ণগঞ্জ থেকে নৌ ও সড়ক পথে পালানোর সময় পুলিশ প্রায় তিনশত নারী-পুরুষকে আটক করেছে। এ সময় একটি ট্রলার, কয়েকটি পিকআপ ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।

রাত সাড়ে ১১টার দিকে চরবক্তাবলী এলাকা থেকে বুড়িগঙ্গা নদী দিয়ে একটি ট্রলারে করে ৭০-৭৫ জন নারী-পুরুষ কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হলে টহলরত পুলিশের টিম অভিযান চালিয়ে ধর্মগঞ্জ হতে তাদের আটক করে। পরে যাত্রীরা যেখান থেকে উঠেছিল সেখানে পৌঁছে দিয়ে ট্ররারটি জব্দ করা হয়।

এরপর রাত দেড়টার দিকে ফতুল্লার গাবতলীর টাগারপাড় এলাকায় অভিযান চালিয়ে তিনটি পিকআপ ভ্যান থেকে অর্ধশত নারী-পুরুষকে; মাউড়াপট্টি এলাকায় চারটি পিকআপ ভ্যান থেকে অর্ধশতাধিক নারী-পুরুষকে এবং সাইনবোর্ড এলাকায় একটি ট্রাক থেকে ৬০ জন নারী-পুরুষকে আটক করা হয়। তারা সবাই কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় যাচ্ছিলেন।

তারা ফতুল্লার বিভিন্ন এলাকায় বসবাস করেন। আটকের পর তাদের  নিজ নিজ বাসায় পৌঁছে দিয়ে পরিবহনগুলো জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ