এবার খাটের নিচে থেকে টিসিবির তেল উদ্ধার!

রংপুরে এক অসাধু ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে বক্স খাটের ভেতর থেকে টিসিবি ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হানিফ মিয়া ও লাল মিয়া নামে দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে টিসিবির তেল উদ্ধার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। জানা গেছে, তারা কালোবাজারি করে বিক্রির উদ্দেশে এসব তেল মজুত করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রংপুর মেট্রোপলিটন এলাকার ১৭ নং ওয়ার্ডে হানিফ মিয়ার বাসায় অভিযান চালায় পুলিশ। তল্লাশি করে তার বেডরুমের বক্স খাটের ভেতরে থেকে টিসিবি পণ্য ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এশিয়াবিডি/ ডেস্ক/ মুবিন

আরও সংবাদ