করোনা: কোন বিভাগে কতজন আক্রান্ত

দেশে এখন পর্যন্ত ১ হাজার ২৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক চিকিৎসকসহ মারা গেছেন ৫০ জন।

সারা বাংলাদেশের মধ্যে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা শহরে। সেখানে প্রায় ৫১৮ জন।

আবার ঢাকা শহরের মধ্যে ওয়ারীতে সবচেয়ে বেশি। সেখানে ২৬ জন, উত্তরা ১৭ জন, টোলারবাগ ১৯ জন, তেজগাঁও ১৬ জন, মোহাম্মদপুর ২০ জন, মহাখালী ১০ জন, মগবাজার ১০ জন, মিরপুর ১২ তে ১০ জন, মীরপুর ১১ তে ১১ জন, লালবাগে ১৮ জন, যাত্রাবাড়ি ১৯ জন, গ্রিণ রোড ১০ জন, গেন্ডারিয়া ১৩ জন, ধানমন্ডি ১৮ জন, বাসাবো ১৪ জন, বাবুবাজার ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যান্য জায়গায় চার/পাঁচ জন করে আক্রান্ত হয়েছেন।

ঢাকা বিভাগের মধ্যে নারায়নগঞ্জে ২১৪ জন, গাজীপুরে ৫৩ জন এবং নরসিংদিতে ২৮ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রাম বিভাগে ৬২ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে চট্টগ্রাম শহরে ৩১ জন, কুমিল্লায় ১৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৮ জন, এবং চাঁদপুরে ৬ জন।

রংপুর বিভাগে ৩৪ জন। এর মধ্যে গাইবান্ধায় ১২ জন, নীলফামারি ৬ জন, দিনাজপুরে ৭ জন।

ময়মনসিংহ বিভাগে ২৬ জন। এর মধ্যে জামালপুর ১২, ময়মনসিংহ শহরে ৭ জন।

বরিশালে ২৩ জন। এর মধ্যে শহরে ১০ জন, বরগুনা ও পিরোজপুর ৪ জন করে।

খুলনা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ৫ জন, রাজশাহীতে ৪ জন আক্রান্ত হয়েছেন।

তথ্যসূত্র : রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ