সৌদি আরবে একদিনে করোনা আক্রান্ত ৭৬২, মৃত্যু ৪

আজ (১৭ এপ্রিল) নতুন করে সৌদি আরবে একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৭৬২ জন করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। এবং করোনার মৃত্যুর মিছিলে নতুন করে যোগ হয়েছে আরো ৪ জন। আজ (১৭ এপ্রিল) সৌদি প্রেস এজেন্সি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

এ নিয়ে সৌদি আরবে করোনাভাইরাসে নিহত হয়েছেন মোট ৮৭ জন।আজ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৯ জন। এ নিয়ে সৌদি আরবে মোট সুস্থ হলেন ১০৪৯ জন।
নীচে সৌদি আরবের কোন কোন অঞ্চলে গত ২৪ ঘন্টায় কতজন কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছেন তা দেওয়া হল মক্কা ৩২৫, মদিনা ১৯৭ জেদ্দা ১৪৩, আল-হাফুফ ৩৫ রিয়াদ ২৪, দাম্মাম ১৮ আল-জুবাইল ৪, তায়েফ ৩ আল-মোইয়া ২, বিশা ২, আল-খোবার ২ মিসান, ইয়ানবু, জাজান, রাস তানুরা, আল-মদিলফ খামিছ মোশাইত, নাজরান এবং আল-কনফুদা একজন করে আক্রান্ত হয়েছে।

সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয় কিছুদিন আগে নিশ্চিত করেছে যে সৌদি আরবে কোভিড-১৯ আক্রান্ত শতকরা ৭০ ভাগ রোগীই প্রবাসী।

সৌদি সরকার অবশ্য করোনাভাইরাস প্রতিরোধে ইতিমধ্যেই প্রচুর জরুরী পদক্ষেপ গ্রহন করেছে। করোনা নিয়ে সৌদি সরকারের দিক নির্দেশনা না মানলে আইনগত ব্যাবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছে তারা।ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহণ।সেইসাথে রিয়াদ, মক্কা মদিনা সহ গুরত্বপূর্ণ শহরগুলিতে ২৪ ঘন্টা কার্ফিউ চলছে। নতুন ঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এখনপর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত মোট ১৩ জন বাংলাদেশী প্রবাসী নিহত হবার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ 

আরও সংবাদ