ভারতে করোনা তাণ্ডব মে মাসেই, বলছেন বিশেষজ্ঞরা

করোনা মোকাবিলায় আপাতত দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার লকডাউন। এই লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ মে। কিন্তু এরমধ্যে অশনি সংকেত দিল বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, মে মাসেই ভারতে করোনা তাণ্ডব শুরু হবে। মে মাসের প্রথম সপ্তাহে দেশে করোনা সংক্রমণের সংখ্যা তুলনামূলকভাবে সবথেকে বেশি হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন যদি এখন লকডাউন কঠোরভাবে মানা হয় তাহলে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আক্রান্তের সংখ্যা দেশে কমতে শুরু করবে।

কিন্তু এরপরই আশার আলো দেখিয়ে
তাঁরা জানিয়েছেন, মে মাসের মধ্যভাগ থেকে ক্রমশ কমতে শুরু করবে সংক্রমণের সংখ্যা।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে সব দেশগুলো করোনা ভাইরাস রুখতে প্রথম থেকে লকডাউনের পথে হেঁটেছে সেইসব দেশ ভালো ফল পেয়েছে। আর ভারতও সেরকমই একটি দেশ।

দেশের মধ্যে যেসব রাজ্যগুলি লকডাউন কঠোরভাবে পালন করছে সেই রাজ্যের করোনা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে।

পাশাপাশি জানানো হয়েছে যে, আগামী দু সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের জন্য।

এশিয়াবিডি/ মুজাম্মিল/ মুবিন

আরও সংবাদ