জুড়ীতে করোনা আক্রান্ত যুবকের অবস্থার অবনতি

যত দিন যাচ্ছে সিলেটে করেনা আক্রান্ত হওয়া জুড়ীর যুবকের (৩৬) অবস্থার অবনতি হচ্ছে। গত ২০ মে সিলেটের শহীদ শামসুদ্দিন আমহদ হাসপাতালে তার করোনা ধরা পড়ে।

ইতিমধ্যেই তাঁর সংস্পর্শে আসা পরিবারের অন্য একজন সদস্যেরও করোনা শনাক্ত হয়েছে।

শহীদ শামসুদ্দিন আমহদ হাসপাতাল সূত্রে জানা গেছে, এ যুবক কিডনীর জটিলতা নিয়ে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখান থেকে শামসুদ্দিনে পাঠানো হয়। পরে নমুনা পরীক্ষা করা হলে তার ফলাফল পজিটিভ জানা যায়। কিডনীর জটিলতার কারণেই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

উল্লেখ্য যে, জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামে তার বাড়ী।অঅপরদিকে, আক্রান্ত যুবকের সংস্পর্শে আসায় মঙ্গলবার (২৬ মে) তাঁর একজন পরিবারের সদস্যের করোনাভাইরাস নমুনার ফলাফল পজিটিভ এসেছে।

এশিয়াবিডি/কামরান/মারুফ

আরও সংবাদ