জুড়ীতে করোনায় আক্রান্ত যুবকের মৃত্যু

জুড়ীর করোনা আক্রান্ত যুবক (৩৬) সিলেটের শহীদ শামসুদ্দিন আমহদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় তিনি মারা যান। পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে তিনি মারা গেছেন। গত ২০ মে শনাক্ত হওয়া তিনি করোনাভাইরাসে আক্রান্ত হোন।

শহীদ শামসুদ্দিন আমহদ হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এ যুবক কিডনীর জটিলতা নিয়ে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখান থেকে শামসুদ্দিনে পাঠানো হয়। পরে নমুনা পরীক্ষা করা হলে তার ফলাফল পজিটিভ জানা যায়। কিডনীর জটিলতার কারণেই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামে যুবকের বাড়ী। অপরদিকে, সংস্পর্শে আসায় মঙ্গলবার (২৬ মে) তাঁর একজন পরিবারের সদস্যের নমুনার ফলাফল পজিটিভ এসেছে।

উল্লেখ্য যে এর আগে আক্রান্ত যুবকের অবস্থার অবনতি সম্পর্কে এশিয়াবিডিতে নিউজ প্রকাশিত করা হয়েছে।

এশিয়াবিডি/কামরান/মারুফ

আরও সংবাদ