বালাগঞ্জে এস.এস.সি’তে ৭৭.৭৯% ও দাখিলে ৬২.৪৪% পাস

দীর্ঘ প্রতিক্ষার পর সারাদেশের ন্যায় সিলেটের বালাগঞ্জেও ২০২০ সালের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রনালয়।

এরই ধারাবাহিকতায় বালাগঞ্জ উপজেলায় এস.এস.সি’তে ৭৭.৭৯% ও দাখিলে ৬২.৪৪% পাসের ফলাফল এসেছে।

এবছর বালাগঞ্জ উপজেলার ১৫ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে সর্বমোট ১৩৬৯ জন পরীক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহন করেছেন। তার মধ্যে কৃতকার্য হয়েছেন ১০৬৫ জন ও এ+ পেয়েছেন ৪ জন পরীক্ষার্থী।

এবছর বালাগঞ্জের ৬ টি মাদ্রাসা থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশগ্রহন করেছেন ২১৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ১৩৩ জন। তবে, এবছর দাখিলে কোনো পরীক্ষার্থী এ+ পাননি।

এবিষয়ে বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ফলাফল মোটামোটি সন্তুষজনক। তবে, আগামীতে যাতে আরো ভালো ফলাফল আসে আমরা এ অনুযায়ী কাজ করবো।

এশিয়াবিডি/কামরান/তারেক

আরও সংবাদ