বালাগঞ্জে বিল নার্সারিতে রেনু পোনা অবমুক্ত করণ

বালাগঞ্জে বিল নার্সারিতে রেনু পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার করচার বিলে রুই, কাতলা ও মৃগেল মাছের আনুমানিক ১ লক্ষ রেনু পোনা অবমুক্ত করা হয়।

রেনু পোনা অবমুক্ত করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।

পোনা অবমুক্তকরণ কালে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বণিক ও উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শামসুল হক, শেখ আবু নাহিদ, বৈশাখী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি সমুজ মিয়া প্রমুখ।

এশিয়াবিডি/কামরান/তারেক

আরও সংবাদ