দোয়ারাবাজারে নদী ভাঙ্গন, অর্ধশতাধিক মানুষ হুমকির মুখে

সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইর গাও গ্রামের পাশ দিয়ে ভয়ে যাওয়া ভারতের মেঘালয় প্রদেশের পাহাড় থেকে উৎপন্ন নদী সোনালী চেলা,( চেলা নদীর) ভাঙ্গন প্রায় অর্ধশতাধিক মানুষ হুমকির মুখে।

জনজীবন অতিষ্ঠ। বিলুপ্ত হওয়ার পথে, যাচ্ছে বসত বাড়ি, ফসলি জমি এছাড়াও হুমকির মুখে আছে বিজিবি টহল পোষ্ট, কাস্টমস অফিস,, স্কলার্স একাডেমি,নদীর আশ পাশের দোকান পাটসহ প্রায় অর্ধশতাধিক মানুষের ঘর বাড়ি। এক সময়ে পর্যটক কেন্দ্র হিসাবে বেশ পরিচিত ছিল,এই নদীটি, নদীর দু’পাশে পাখির কুহু কুহু গান মনমুগ্ধকর কাশফুলের বৈচিত্র্যময় সৌন্দর্য হৃদয় কেড়ে নিত। কিন্তু সময়ের পরিক্রমায় আজ বিলীন হওয়ার পথে এসকল প্রাকৃতিক সৌন্দর্য।

স্থানীয়রা মনে করেন চেলা নদী থেকে অধিক মাত্রায় বালু উত্তোলন করার কারণে মানবসৃষ্ট কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

এ বিষয়টি নিয়ে কথা বললে,পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ সফিকুল ইসলাম বলেন অতি শীঘ্রই এ সংকট নিরসনে বাস্তবমুখী উদ্যোগ নিবে বলে তিনি আশ্বাস দেন।

বাস্তব মুখী উদ্যোগে গত, (৩ জুন ) বুধবার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ শফিকুল ইসলাম পরিদর্শনে আসেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল আমিন সাহেব, সাংবাদিক সোহেল আহমদ, মকবুল হোসেন, আমির হোসনে, দেলোয়ার হোসেন সহ এলাকার ভিবিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এশিয়াবিডি/কেকে/ইসমাইল

আরও সংবাদ