নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখায় জুড়ীতে জরিমানা

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ১০টি মামলায় মোট ২২,৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম। এ সময় পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিকেল ৭ টার পর থেকে হাটবাজার, দোকানপাট এবং শপিংমল বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু কিছু ব্যবসায়ী সরকারি এই নির্দেশনা না মেনে অনেক রাত পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখেন। যার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এশিয়াবিডি/কামরান/মারুফ

আরও সংবাদ