রাজনগরে কাল থেকে কঠোর হবে প্রশাসন
সরকারের দেয়া কঠোর লকডাউনের প্রথম দিনে মৌলভীবাজার জেলার রাজনগরে জনসচেতনতামূলক কার্যক্রম ও টহল দেয় উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৩ জুলাই) রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা পাল ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্নব মালাকারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দেয়া হয়।
এসময় ক্যাপ্টেন সামিরাসহ সেনাবাহিনীর একটি টিম ও এক প্লাটুন বিজিবি সদস্যরা সহযোগিতায় ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার রাজনগর বাজার, চৌধুরী বাজার, টেংরা বাজার, মুন্সিবাজার, গােবিন্দবাটি বাজার সহ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে করােনা ভাইরাস এর বিস্তার রােধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে আরােপিত বিধি-নিষেধের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রম এবং বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে টহল দেয়া হয়। এর সাথে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে সচেতন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা পাল বলেন, আমরা লকডাউন এর প্রথম দিনে সবাইকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা মূলক প্রচারণা চালিয়েছি। অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে। আগামীকাল (শনিবার) থেকে যদি কেউ স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ অমান্য করে তবে আমরা জরিমানা আদায় করতে বাধ্য হবাে।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান আহমদ