জনগণের পাশে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের শেখ রাসেল অক্সিজেন সাপোর্ট টিম

 

বাংলাদেশে করোনা পরিস্থিতির শুরু থেকেই তারা ছিলো সব সময় নির্বীক সৈনিক রূপে মাঠে ময়দানে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করেছে তারা হাজার হাজার লিফলেট বিতরণ। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তারা জনসাধারণের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও নিজস্ব তৈরি হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করেছে। নিজেদের সাধ্যমতো ত্রাণ দিয়ে নিম্ন আয়ের মানুষদের পাশে দাড়িয়েছে তারা। রোজা রেখে,বৃষ্টিতে ভিজে,রোধে পুড়ে কৃষকের ধান কেটে গোলায় তুলে দিয়েছে তারা।
কি দিন বা রাত ফোন পাওয়া মাত্রই কাঁদে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটছে তারা এখন জনসাধারণের দৌড়ঘুরায়। তারা আর কেউ নই,বলছিলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের কথা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু তাহের এর নেতৃত্বে এইভাবেই জনগণের পাশে থেকেই সেবা দিয়ে যাচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের নেতাকর্মীরা।

করোনা পরিস্থিতির শুরু থেকে তারা বিভিন্ন ভাবে সাধারণ জনগণের পাশে থাকলেও এবার শেখ রাসেল অক্সিজেন সাপোর্ট টিম প্রতিষ্ঠা করেই করোনা রুগীদের ঘর বাড়িতে এমনকি হাসপাতালেও অক্সিজেন সাপোর্ট দিচ্ছেন তারা।

জানা যায়,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু তাহের এর নেতৃত্বে গত মাসের ১৮ জুলাই ৬ সদস্য বিশিষ্ট শেখ রাসেল অক্সিজেন সাপোর্ট নামে একটি টিম গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দক্ষিণ জেলা ছাত্র লীগের সহ-সভাপতি খালেদ মাসুদ,সহ-সভাপতি তৌহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মানিক সাংগঠনিক সম্পাদক তছলিম উল্লাহ চৌধুরী এবং গণ শিক্ষা বিষয়ক সম্পাদক উত্তম বিশ্বাস।

এই পর্যন্ত শেখ রাসেল অক্সিজেন সাপোর্ট টিমের মাধ্যমে দক্ষিণ জেলার বোয়ালখালী,পটিয়া,কর্ণফুলী,আনোয়ারা,চন্দনাইশ, বাশখালী,সাতকানিয়া,লোহাগড়া পর্যন্ত প্রতিটি উপজেলায় অন্তত ৫০ জন করোনা রুগীর অক্সিজেন সিলিন্ডার পাঠানো হয়েছে। ফোন পাওয়া মাত্রই ছাত্রলীগের কর্মীরাই নিজেরা বাড়ি বাড়ি গিয়ে এসব অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে আসছে রুগীদের কাছে।

গত মঙ্গলবার (২৭ জুলাই) আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রিজিয়া বেগম নামের এক রুগীর হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাই। এই অবস্থায় রিজিয়া বেগমের ছেলে মোঃ মোরশেদ কোনো উপায় না দেখে মা’কে বাঁচাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি,শেখ রাসেল অক্সিজেন সাপোর্ট টিমের সদস্য তৌহিদুল ইসলামকে ফোন দেয়। ফোন পাওয়ার আধঘন্টার মধ্যেই বাহিরে প্রচুর বৃষ্টি উপেক্ষা করে অক্সিজেন সিলিন্ডার কাঁদে নিয়ে চলে আসেন তিনি। এসময় সাথে ছিলেন,দক্ষিণ জেলা ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক মোহসেন আলম তুর্জ।

শনিবার (৩১ জুলাই) রাত দেড়টার দিকে ফোন পেয়ে রাত সাড়ে তিনটায় বোয়ালখালির এক অসুস্থ বোনের জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হয় শেখ রাসেল অক্সিজেন সাপোর্ট টিম।

এভাবেই দিনে রাতে সাধারণ মানুষদের পাশে থেকে সবটুকু দিয়ে সেবা করে যাচ্ছেন দক্ষিণ জেলা ছাত্র লীগের নেতা-কর্মীরা।

করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের এসব কর্মকান্ডের বিষয়ে কথা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু তাহের এর সাথে। তিনি বলেন,করোনার শুরু থেকেই চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগ বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষদের পাশে ছিলো। করোনা প্রতিরোধে বিভিন্ন সুরক্ষা সামগ্রীসহ হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা এবং করোনায় দিশেহারা কৃষকদের পাশে দাঁড়িয়েছিলো চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগ। কুরবানি ঈদের আগে চলমান লগডাউনের প্রতিদিনই নিজেদের রান্না করা খাবার মানুষদের মাঝে বিলিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগ। শুধু তা নই জুলাই মাসে শেখ রাসেল অক্সিজেন সাপোর্ট টিম গঠন করে সারা দক্ষিণ চট্টগ্রাম জুড়ে অক্সিজেন সাপোর্ট দিয়ে আসছি আমরা। এইপর্যন্ত প্রায় ৫০ জনকে সংকটাপন্ন অবস্থায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগ।

এশিয়াবিডি/জাহিদ/ডেস্ক

আরও সংবাদ