‘সময়’ নিয়ে যা বললো মেকিং টিম!

সিলেটের বিখ্যাত দুই র‍্যাপার B. Monk ও Arin Dez এর যৌথ র‍্যাপ গান ‘সময়’ চলতি মাসের শেষের দিকে SR101 Music এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হবে৷ গান রিলিজ হওয়ার পূর্বেই শ্রোতাদের মধ্যে অপেক্ষা বিরাজ করছে। পুরো এই গানটি তৈরিতে মেকিং টিমের সকলেই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। অদ্য এশিয়াবিডি২৪ ডটকমের প্রতিবেদক মেকিং টিমের সাথে আলোচনাকালে তাদের প্রত্যেকের মতামত তুলে ধরেন।

লেখক ও র‍্যাপার B. Monk বলেন, অগণিত রাতের পরিকল্পনা, পুরো তিন দিন চার রাতে “সময়” এর ভিডিও শ্যুট আর আমার পুরো টিমের সক্রিয়তা আমাকে এই মিউজিক ভিডিও তৈরিতে সহায়তা করেছে। বিগত দিনে আমার মুক্তিপ্রাপ্ত কোনো মিউজিক ভিডিও এতো পরিপাটি আর পরিকল্পনা মোতাবেক হয়নি যা আমি এটাতে করতে পেরেছি। পুরো শ্যুটই ছিলো একটা অন্যরকম শক্তিতে ঘেরা তাইতো সবার সাপোর্টে আমরা এটি করতে পেরেছি। “সময়” নিয়ে আলাদা করে কিছু বলার নেই; যারা গান শুনবে, ভিডিও দেখবে তারা নিজে থেকেই বুঝে নেবে পুরো দৃশ্যপট। আমার কাছে আমার কলা সমাজের দর্পণ স্বরুপ। যেখানেই অসংগতি, অনিয়ম দেখবো সে বিষয় নিয়েই আমার কলম সোচ্চার হবে। সময়ের ব্যবধানে কীভাবে একটি ছেলের জীবনে অমাবস্যার অন্ধকার নেমে আসে তা নিয়েই এই গান। আশা করছি সবার ভালো লাগবে।

অপর শিল্পী Arin Dez বলেন, Even though B. Monk is the person who came up with the idea of the song but I felt strongly connected to it while I was doing my part. I try my best to put a message on my songs and this was one of them. I always wanted to do a song with some energetic vocal melodies and here I got a chance to do it exactly the way I wanted to. This song is something different, which has a lot to say to the World. The song will be out soon and I believe you’ll be able to relate to each line of the song. I feel really glad to be a part of this song and felt really comfortable working with the whole team.

নির্বাহী প্রযোজক C-let বলেন, “Shomoy” is a very special project for us. When we planned it for the first time, it was me & B. Monk but later on I gave it all to B. Monk and told him to wrap it up however he wants. He put Arin Dez in the hooks which made the song even more better. You’ve heard “Maa, Tin Jon, Dui Jon” so now watch out for “Shomoy.” B. Monk, Arin Dez and the whole team did it nicely. Specially Yamin gave a lot of effort which I appreciate a lot. Stay tuned for “Shomoy.”

চিত্রগ্রাহক মীর ইয়ামিন জানান, অনেক পরিশ্রম করতে হয়েছে পুরো কাজেই। ভিডিও ধারণ করতে গিয়ে বারবার মুখের ভাষা হারিয়ে ফেলছিলাম। এতো নিঁখুত আর বাস্তববাদী কাজ আমি আগে কখনো করিনি। আমরা প্রতিদিন শ্যুটের আগেই শ্যুট প্ল্যান করে নিতাম দেখেই গোছালো ভাবে “সময়” শেষ করতে পেরেছি। আমার কাজে যতক্ষণ না আমি সন্তুষ্ট হই ততক্ষণ আমি প্যাক-আপ করিনা কিন্তু এই কাজে আমি পুরোপুরি সন্তুষ্ট এবং আশা করছি দর্শক এবং শ্রোতাপ্রিয়তা পাবে এই গান। গানের কথাগুলো বারবার চোখ ভিজিয়ে দিয়েছিলো, B. Monk এর র‍্যাপের সাথে Arin Dez এর হুকস এর কম্বিনেশন নি:সন্দেহে প্রশংসার দাবিদার।

মিউজিক কম্পোজার Fleep বলেন, Shomoy’s music was one the most interesting productions that I have done. When SR101 reached out to me for Shomoy’s music production. B Monk needed a beat with vocal chops as one of the main elements, but the vibe had to be on the borderline of sad and dark but not exactly be obvious. It was quite a challenge because vocal chops usually create a cheerful vibe and we needed something that puts out a feeling of a “Question mark”. The piano melodies I used coupled with the bass line which stops at the hit of the snare and the strings section in the chorus gave the beat the vibe it required. At the time of producing the music, I did not know what the lyrics or story of the song were. Music is all about telling a story and I tried my best to tell a story with the Beat and it fit perfectly in the end.

সহকারী পরিচালক Rhythmsta বলেন, আমি SR101 এর কমবেশি সব ভিডিও প্রজেক্টের মধ্যেই ছিলাম, ক্যামেরার সামনে অথবা পেছনে অনেক মুহুর্তেই সঙ্গ দিয়েছি। তবে সব মিউজিক ভিডিও থেকে এই মিউজিক ভিডিওটি ব্যাতিক্রম। গানের অর্থ আর গানের ভাষা আমার মন কেড়েছে। খুব সুন্দর ভাবে সমাজের একটি চিত্র খাতা কলমে তুলে ধরে ভিডিওতে ধারণ করা হয়েছে। আমি মনে করি এই মিউজিক ভিডিওটি SR101 এর আগের মিউজিক ভিডিও থেকে অনেক গুনে ভালো হবে, বাকিটা দর্শকদের উপরই ছেড়ে দিবো।

অভিনেতা Shifat Abdullah Abir বলেন, আমি “সময়” গানের Lead Role Play করছি। আমার জীবনের সবচেয়ে Best Experiences হয়েছে এই গানের Shoot চলাকালীন সময়। একটানা ৩ দিন না ঘুমিয়ে Shoot করা, তাও ক্লান্তিহীন হয়ে কাজ করতে পারা কারন ইয়ামিন ভাই, B. Monk bhai, Sagor vai, তাদের দেওয়া উৎসাহ আর হাসি ঠাট্টা কোনোভাবেই কাজে ক্লান্তিবোধ আসতে দেয় নি। আমি মনে করি এটা আমার জন্য একটা Great Opportunity যে আমি আমার ভাই B. Monk এর সাথে কাজ করতে পেরেছি। আর এই গানে আমাকে অনেক Difficult একটা Role Play করতে হয়েছে, কিন্তু আমি খুবই Confidential ছিলাম, তার উপর ভাইদের দেওয়া উৎসাহ আর আমাকে Appreciate করা আমার Difficulties অনেকটা easy করে দিয়েছিল। অনেক enjoyable moment কাটিয়েছি Shoot এর সময়। এখন আসি Music Video আর গানের কথায়, আমি আমার মতামত এটাই জানাবো যে সিলেটে এর আগে কখনও এরকম গান আর music video আমি দেখিনি। Music video concept আর গানের একেকটা লাইন যে কাউকে বিমুগ্ধ করে ফেলবে, যেরকম আমিসহ এখন পর্যন্ত যতজন এই গানের সাথে জড়িত সবাইকে মুগ্ধ করেছে। Stay with us for this big blast.

এশিয়াবিডি/ডেস্ক/কেকে 
আরও সংবাদ