শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচন: নৌকা নিতে চান ১০ প্রার্থী
শ্রীমঙ্গল উপজেলা পরিষদর উপনির্বাচন সামনে। তবে এতে দেখা দিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন নেওয়া নিয়ে সমস্যা। ১০ জন প্রার্থী নির্বাচনে লড়তে চাইছেন নৌকা মার্কা নিয়ে। এ ঘটনায় উপনির্বাচনকে কেন্দ্র করে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখা।
গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে জরুরি বৈঠকটি হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অর্ধেন্দু কুমার দেব এবং সঞ্চালনা করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র ধর।
বৈঠক সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন অনেকেই। এদের মধ্যে প্রার্থী হিসেবে ১০ জনের নামের তালিকা করে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়।
নৌকা চাওয়া ১০ জন হলেন-শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউছুব আলী, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল,
সদস্য আবু শহীদ আব্দুল্লাহ,
সদস্য মো. আছকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়, দপ্তর সম্পাদক তফাজ্জল হোসেন ফয়েজ, উপজেলা কৃষক লীগের সভাপতি আফজল হক, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমসাগর হাজরা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন।
শ্রীমঙ্গল আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নির্বাচনের জন্য ১০ জনের নাম পাঠানো হয়েছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কাছে। সেখান থেকে এগুলো ঢাকায় যাবে। ঢাকায় মনোনয়ন বোর্ড যাচাইবাছাই করে নৌকার প্রার্থীর নাম ঘোষণা করবে।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান জানিয়েছেন, শ্রীমঙ্গল থেকে পাঠানো এই ১০ জনের নাম পেয়েছেন।
এশিয়াবিডি/ডেস্ক/এম