হবিগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
হবিগঞ্জের চুনারুঘাটে মাস্টার বাড়ি ফাউন্ডেশন এর উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ১৮০ জন অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার জিকুয়া মাস্টার বাড়িতে এই কার্যক্রম সম্পন্ন হয়।
নর্থ ইষ্ট মেডিক্যাল কলেজ সিলেটের সহযোগিতায় উক্ত ক্যাম্পে ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন, সার্জারী বিশেষজ্ঞ ডাঃ অনিক, শিশু বিশেষজ্ঞ ডাঃ শুভ, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ দীপ্ত, গাইনি বিশেষজ্ঞ ডাঃ ফারজানা আক্তার দীনা।
এই ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়ে কয়েকজন সেবাগ্রহীতা জানান, ফ্রি চিকিৎসা সেবা পেয়ে তারা অনেক খুশি। তারা চান যাতে এভাবে যেন প্রতিবছর ফ্রি চিকিৎসা দেয়া সেবা হয়।
এশিয়াবিডি/কেকে/সাদী