রাজনগরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়নের চতুর্থ ধাপের নবনির্বাচিত ৮ জন চেয়ারম্যান ৯৬ জন সদস্য-সদস্যাদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের হল রুমে চেয়ারম্যানদের শপথ ও বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে সদস্য- সদস্যাদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ হাসান ও নবনির্বাচিত সদস্য- সদস্যাদের শপথ বাক্য পাঠ করান রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।

এসময় শপথ গ্রহন করেন ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, উত্তরভাগ ইউনিয়নের দিগেন্দ্র চন্দ্র সরকার (চঞ্চল), মুন্সিবাজার ইউনিয়নের রাহেল হোসেন, পাঁচগাও ইউনিয়নের সিরাজুল ইসলাম ছানা, রাজনগর সদর ইউনিয়নের জুবায়ের আহমদ চৌধুরী, টেংরা ইউনিয়নের টিপু খান, কামারচাক ইউনিয়নের মো.আতাউর রহমান, মনসুরনগর ইউনিয়নের মিলন বখত।

অনুষ্ঠানে উপজেলার ৮ টি ইউনিয়নের নবনির্বাচিত ৯৬ জন সদস্য – সদস্যাবৃন্দ শপথ গ্রহন করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান মো শাহজাহান খান, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, সমাজসেবক মোহাম্মাদ জিল্লুর রহমান প্রমুখ।

শপথ বাক্য পাঠ শেষে নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যদের উদ্দেশ্য জেলা প্রশাসক মীর নাহিদ হাসান দেশের স্বার্থে সকল জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ