কুলাউড়ায় সৈনিক শহীদ স্মৃতি প্রিমিয়ার লীগের শুভ শুরু
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজারে সৈনিক শহিদ স্মৃতি প্রিমিয়ার লীগ ২০২২ ইং এর ২য় সিজনের উদ্বোধনী অনুষ্ঠান, জার্সি উন্মোচন এবং উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) শহিদ স্মৃতি পরিষদের আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে হারুনুর রসিদ হারুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ মমদুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক এ কে এম শাহজালাল, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমেদ, ইউপি সদস্য আতাউর রহমান আপ্তাব, হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক আব্দুল মনাফ, জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ শেলী বেগম।
উদ্বোধনী খেলায় ধারাভাষ্যকার এবং উপস্থাপনা এর দায়িত্বে ছিলেন মোজাম্মেল হক অপু, মাসুম, মামুনুর রশীদ মামুন ও জায়েদুল ইসলাম।
উদ্বোধনী খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ক্রীক ফাইটার্স সাতরা ১৫৮ রান করে সবকটি উইকেট হারায়। পরে ১৫৯ রানের জবাবে নেমে লিডিং চ্যালেঞ্জার্স সাতরা ৭১ রানে অলআউট হয়।
ফলে ক্রীক ফাইটার ৮৭ রানে বিজয়ী হয়।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান