রাজনগরে মৃত সিএনজি শ্রমিকদের পরিবারে অনুদান বিতরণ

মৌলভীবাজারের রাজনগরে মৃত সিএনজি চালকদের পরিবারের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। এসময় ব্যাটারি চালিত অবৈধ রিক্সা বন্ধের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা অটোটেম্পু, বেবি, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক  ইউনিয়ন (চট্ট ২৩৫৯) রাজনগর উপজেলা শাখার আওতাধীন রাজনগর সদর গ্রুপের আয়োজনে সোমবার বিকালে স্থানীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

 

 

রাজনগর সদর গ্রুপের কার্যকরি সভাপতি ও সদর ইউনিটের সভাপতি মো. জামাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক ফেডারেশনের (রেজিঃ ২১৮১) সাংগঠনিক সম্পাদক ও জেলা অটোটেম্পু, বেবি, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক  ইউনিয়ন (চট্ট ২৩৫৯) এর সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম। এতে প্রধান বক্তা ছিলেন জেলা অটোটেম্পু, বেবি, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক  ইউনিয়ন (চট্ট ২৩৫৯) এর সভাপতি পাবেল মিয়া।

 

রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেন্টু। এসময় বক্তব্য রাখেন মুন্সিবাজার ইউনিয়ন সভাপতি ছোট মিয়া,

 

খেয়াঘাট ইউনিটের সভাপতি জিলু মিয়া, কালাইগুল বাঁধবাজার ইউনিট সভাপতি জুনেদ আহমদ, টেংরাবাজার ইউনিটের সাধারণ সম্পাদক হোসেন মিয়া, রাজনগর ইউনিট সাধারণ সম্পাদক টুটন মিয়া প্রমুখ।

 

পরে উপজেলার সদর ইউনিটের মারা যাওয়া ৩জন সিএনজি চালক জাহাঙ্গীর মিয়া, তরাজ মিয়া, সেলু মিয়ার পরিবারকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

এশিয়াবিডি/ডেস্ক/মোজাহিদ

আরও সংবাদ