কবিতাঃ হারানোর বেদনা

(দেওয়ান মিছবাউল মজিদ কালাম স্মরণে)

হারানোর বেদনা

– আব্দুল আজিজ

বিবাগী মন কাঁদে হে বন্ধু তোমার জন‍্য
তুমি পাড়ি দিয়েছো অনন্ত জীবনে –
এভাবে চলে যাবে,ভাবেনি কেহ!
তোমার শ্রম আর ঘাম জড়ানো কিশোলয়ের
তৃণলতা ধুলিকনা হাহাকার করছে,
তার তুরণ দিয়ে গম্ভীর মুখকানি প্রবেশ হবেনা।
বেদনার বালুচরে জমাট যন্ত্রণা বার বার হানাদেয়
মনের গহিনে স্মৃতিরা আনচান করে!
চোখের নুনাজল যন্ত্রণার হাড়িতে বুদবুদ করে।
বুকের পাজরে জমাট কষ্ট গুলো –
কার কাছে কই কাকে বলি,
কেউ বুঝে না মন ভাঙার বেদনা।
হারানোর বেদনা, যে- হারায় সেই জানে।

লেখকঃ সাংবাদিক, শিক্ষক

আরও সংবাদ