রাজনগরে মুন্সিবাজার ইউপি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়ন শাখার ১৫ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে রাজনগর উপজেলা ছাত্রলীগ।রাজনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু স্বাক্ষরিত এ কমিটির সভাপতি-সম্পাদক ছাড়াও ৫ সহ-সভাপতি ও ৪ যুগ্ম-সম্পাদক এবং ৪ সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটি ঘোষণার তথ্য জানানো হয়। এক বছরের জন্য অনুমোদন দেয়া মুন্সিবাজার ইউনিয়ন ছাত্রলীগের এ কমিটিতে সাদিকুর রহমান হৃদয় সভাপতি এবং নাছিম রাজা নিপু কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া ৫ সহ-সভাপতি হলেন- মুর্শেদ উদ্দীন সায়েম, সাব্বির আহমদ, আবুল কাশেম, রায়হান আহমদ রাহি, জুবেল আহমদ চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- সৌরভ দেব, জয়ন্ত মালাকার, সৈয়দ এনামুল ও ফাহিম চৌধুরী। সাংগঠনিক সম্পাদকরা হলেন- শায়েখ বখত জামি, রিয়াদ আহমদ, সাকিব আহমদ রোহেল ও আকাশ ধর।
নব নির্বাচিত সভাপতি সাদিকুর রহমান হৃদয় বলেন, ‘ধন্যবাদ জানাই উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়কে। আমাদের মতো ক্ষুদ্র কর্মী কে কমিটিতে আনার জন্য। লক্ষ একটাই থাকবে বঙ্গবন্ধুর দেখানো পথে চলার এবং এবং মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্ত করার লক্ষ্যে যা যা করা প্রয়োজন আমরা তাই করব।’
এশিয়াবিডি/ডেস্ক/কামরান