দাউদকান্দিতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে সিএমএফ

 

কুমিল্লার দাউদকান্দিতে দৈনিক মানবজমিন দাউদকান্দি প্রতিনিধি মোক্তার হোসেন ও হামলার ঘটনায় সাথে থাকা জাগো নিউজ দাউদকান্দি প্রতিনিধি ইমন এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ)।

মঙ্গলবার ( ১৭ মে ) সিএমএফ সভাপতি এমদাদুল হক ও সেক্রেটারি তানভীর আঞ্জুম আরিফ এক যৌথ বার্তায় এ প্রতিবাদ জানান।

তারা বলেন, ‘বাংলাদেশে দিন দিন গণমাধ্যম কর্মীদের উপর এমন নির্যাতন মোটেই কাম্য নয়। গণমাধ্যম কর্মীরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিটা মুহুর্ত সংবাদ কর্মীদের মধ্যে বিরাজ করছে অনিশ্চয়তা এবং আতঙ্ক৷ তারা স্বাধীনভাবে নিউজ কাভারেজ করতে পারছেনা।’

দাউদকান্দিতে এমন সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিএমএফ সভাপতি ও সেক্রেটারি বলেন, ‘আমরা প্রসাশনের কাছে অবিলম্বে হামলায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণমাধ্যমের উপর এমন হিংস্রতা ও সন্ত্রাসী হামলা বন্ধের দাবি করছি।’

এশিয়াবিডি/ডেস্ক/কামরান 
আরও সংবাদ