আর্জেন্টিনাকে ৪-৩ গোলে পরাজিত করলো ব্রাজিল

বিজয়ী ব্রাজিল দল
বিজয়ী ব্রাজিল দল। ছবি: রেপার সেলিম

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ৪-৩ গোলের ব্যবধানে ব্রাজিল জয় লাভ করেছে।

শুক্রবার (১০ জুন) বিকালে মুন্সিবাজারের করিমপুর চা বাগান মাঠে উক্ত ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় ব্রাজিল দলের নেতৃত্ব দেন তরাজ চৌধুরী এবং আর্জেন্টিনা দলের নেতৃত্ব দেন শাহান আহমদ।

খেলার প্রথমার্ধে ১০ মিনিটের মাথায় ব্রাজিলের পক্ষে গোল করেন কামরান। পরে প্রথমার্ধের শেষের দিকে আর্জেন্টিনার পক্ষে ডন রকির করা এক গোলে সমতায় ফিরে দুই দল।

পরাজিত আর্জেন্টিনা দল
পরাজিত আর্জেন্টিনা দল। ছবি: রেপার সেলিম

দ্বিতীয়ার্ধের শুরুতেই আগ্রাসী হয়ে ওঠে ব্রাজিল। ১৫ মিনিটের মাথায় মামুন ও হৃদয়ের জোড়া গোলে ৩-১ এ এগিয়ে যায় ব্রাজিল। পরে পালটা জবাবে আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। এসময় ব্রাজিল দলের সবুজ ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়েন। অবশেষে ডন রকির টানা দুই গোলে আবারো সমতায় ফেরে দুইদল। গোল সংখ্যা তখন উভয় দলের ৩ টি করে।

এদিকে খেলায় সমতা কিংবা হার মানতে নারাজ ব্রাজিল দল। তাই খেলা শেষ হওয়ার ৫ মিনিট পূর্বেই একটি গোল করে দলকে জয়ের স্বাদ উপভোগ করান দলের অন্যতম প্লেয়ার পাবলু জামান।

বিজয়ী দলের ক্যাপ্টেন তরাজ চৌধুরী বলেন, খেলা হচ্ছে বিনোদনের একটা অংশ। হার জিত থাকবেই। তবে আমরা খেলাটা উপভোগ করেছি। অপরপক্ষ বেশ ভালোই খেলেছে।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ