কবিতাঃ ‘সমস্যা’

সমস্যা

– মোঃ নাজমুল হুদা নাঈম

সমস্যা নয় রসগোল্লা
নয়কো নতুন শাড়ি
জটিলতা আর ক্ষোভ নিয়ে যত বাড়াবাড়ি।

সমস্যা কি শুধু একার এই পৃথিবীতে
জীবন চলার পথে আছে সমস্যা।

খাওয়া বলো পড়া বলো
হোক কোনো রাজনীতি
সবকিছুতে আছে সমস্যার ভিওি
মিষ্টি কথা চোরের কথা
নয়তো বা কোনো প্রেমের ব্যাথা
সবকিছুতেই টান মারছে
কিছু না কিছু সমস্যার কথা
শিশু থেকে বৃদ্ধজনের
সমস্যা আছে সর্বজনের
ছেড়ে না হয় দিলাম আমি
সংসারের সমস্যা
ভাবতে গেলে সকল প্রানি
বেঁচে থাকাই সমস্যা
সমস্যা রে সমস্যা
সবকিছুতেই সমস্যা।

লেখকঃ
ভুরুঙ্গামারী সরকারি কলেজ, কুড়িগ্রাম
ইন্টার সেকেন্ড ইয়ার (মানবিক শাখা)

আরও সংবাদ