ছবি: সূর্যের আলো ছড়ানোতে মেঘের বাধা!

পুরো পৃথিবীকে আলোকিত করা সূর্যও এক সময় বাধাগ্রস্ত হয়। তবে সেটা ক্ষনিকের! মেঘের শত চেষ্টাও বৃথা যায়। বাধা পেরিয়ে সূর্য তার চিরচেনা পৃথিবীটাকে আলো দি ভরিয়ে দিবেই। আলোকিত করবে পুরো পৃথিবী।

ব্যাক্তি জীবনেও উত্তম লক্ষ্যে পৌছাতে হলে এমন বাধা নিত্যসঙ্গী থাকবে। তবে কেউ যদি পুরো পৃথিবীতে আলো ছড়ানোর ইচ্ছা থাকে তবে সে এগিয়ে যেতে হবে বাধাবিপত্তি পেরিয়ে। সফলতা আসবেই। ছবি: মেহজাবিন বুশরা, শমসেরনগর, মৌলভীবাজার।

আরও সংবাদ