লতিফিয়া একাডেমি সুরমা বাজার ক্যাম্পাসে গার্ডিয়ান কনভেনশন সম্পন্ন
‘শিক্ষার মানোন্নয়নে চাই ছাত্র শিক্ষক অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভিভাবকদের নিয়ে গার্ডিয়ান কনভেনশন অনুষ্ঠান আয়োজন করেছে লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি। শনিবার(৩ জুন) কাড়াবাল্লা সুরমা বাজার ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
মাওলানা আইয়ুব আলীর সভাপতিত্ব ও মাষ্টার এমদাদুর রহমানের সঞ্চালনায় গার্ডিয়ান কনভেনশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এর নাতি মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ১ নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. ফয়েজ উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম, কাড়াবাল্লা বড়চাতল প্রবাসী সমাজকল্যাণ পরিষদের পৃষ্ঠপোষক মো. ফারুক আহমদ, লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী, কাড়াবাল্লা বিদ্যানিকেতন এডহক কমিটির সদস্য মো. ফখরুদ্দীন চৌধুরী, লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি কাড়াবাল্লা ক্যাম্পাসের পরিচালক হাফিজ আতিকুর রহমান।
প্রধান অতিথি মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী তাঁর বক্তব্যে বলেন, লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি শুরু থেকেই তাদের কার্যক্রমে সৃজনশীলতার ছাপ রেখে আসছে, তিনি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন, প্রতিষ্টানের পরিচালক আহমদ নাঈম চৌধুরী, বাবলু আহমদ চৌধুরী, আহমদ আল আজির, আলিম উদ্দিন, ইমরান হোসেন, মৃণাল কান্ত দাস, রুহুল আমীন চৌধুরী, এম এ মুকিত প্রমুখ।
পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কেকে/আবির