ভালোবাসি বলছো?
ভালোবাসি বলছো?
-আলফা মনি
আমায় ভালোবাসি বলছো?
বাহিরের চাকচিক্য নয়,
ভালোবাসতে হবে আমার আপন সত্ত্বাকে,
শ্যাম্পু করা সিল্কি চুলে না বরং তেল মাখা উজ্জ্বল কোকড়া চুলে ভালবাসতে হবে ।
স্কিন নিখুঁত দাগহীন হয়,
ভালবাসতে হবে তৈলাক্ত চেহারায়, কপালে টিপ পড়া উজ্জ্বল শ্যামলা রঙে।
ভালোবাসতে হবে ভালোবাসার সুবাসে,
মানুষ আমিও, দেহ থেকে সর্বদা সুবাস বয় না।
পারবে?
বেণী করা, টিপ পরা এক সাদামাটা আমাকে ভালবাসতে?
পারবে আমৃত্যু পাশে রাখতে?
পারবে এভাবে ভালোবাসতে?