তুমি কি জানো?

তুমি কি জানো?

তুমি কি জানো?
-রিফাহ তাসনিয়া প্রধান (রাফা)

বাবিন,
তুমি কি জানো _অসম্ভবের সম্ভবনায় হঠাৎ করে যেই তোমায় একটু পেলাম _ নরম ফুলের পাপড়িতে যখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে _সেই স্নিগ্ধতা জুড়ে নিলো আমার সমস্ত মন..
সকালের মক্তবে শিশুদের কোরান পড়ার সুর যেভাবে আন্দোলিত করে ঘুমের অনুচক্রিকাকে _ঠিক সেভাবে এক’দুপা করে তুমি যেন সব বেদনাকে গিলে ফেলে আমার সামনে এলে…
আমারও আজকে ভীষণ বলতে ইচ্ছে হচ্ছে _এসব তোমার জানা উচিত, এসব তোমার জানা প্রয়োজন..

শিশু যখন প্রথমবার মা বলে ডাকে _ সেই ভাঙাচোরা প্রতিধ্বনির মতো মোলায়েম তোমার ভালোবাসি বলে ওঠা.. শকুনের চোখ এড়াতে মা পাখিটা যেভাবে ঢেকে রাখে ছানাদের _ শ্বাপদসংকুলতার মাঝে সেই অভয়ারণ্যের মতন তোমার চিবুক..!
তুমি কি জানো _ এসব তোমার জানা দরকার _এসব তোমার জানা প্রয়োজন…

জানো কি _তোমার চোখ _ঝড়ের পরে শান্ত পৃথিবীর মতন _ একটা সুবিশাল সমুদ্রের মতন…
নারীর খোঁপায় জেগে থাকা শামুকের কাঁটার মতন সজ্জ্বোল্য তোমার হাসিমুখ…
এসব তুমি জানো..?
এসব কিন্তু তোমার জানা প্রয়োজন

আরও সংবাদ