মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন ১নং ওয়ার্ড শাখার কমিটি গঠন
মৌলভীবাজারের রাজনগরে মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন ১নং ওয়ার্ড শাখার (২০২৪-২৫) ১ বছরের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মামুনুর রশিদের স্বাক্ষরিত প্যাডে ফেরদৌস আহমেদ-কে সভাপতি ও শেখ সাদিকুর রহমান সায়েম-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী ১ বছরের জন্য কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, রিয়াজুল ইসলাম সহ-সভাপতি, মারুফ আহমেদ এসাম, জিসান আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক ,জাহাঙ্গীর হোসেন জায়েদ যুগ্ম-সাধারণ সম্পাদক ,জুমান আহমেদ যুগ্ম-সাধারণ সম্পাদক, শুভন আহমেদ,নাহিদ তালুকদার সাংগঠনিক সম্পাদক, শেখ আদনান আহমেদ নাবিল সহ সাংগঠনিক সম্পাদক।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জয় বলেন, প্রত্যেক’টি ওয়ার্ড পর্যায় থেকে আমরা স্বেচ্ছাসেবী তৈরি করছি,স্বেচ্ছাসেবীরা এই সমাজের প্রাণ।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন রশিদ বলেন-এই সংগঠন শুধু রক্তদানে নয়,সমাজে’র যেকোনো দূর্যোগ এবং মাদক,জুয়া,বাল্যবিবাহ প্রতিরোধে ভুমিকা রাখে।
সংগঠনের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ মামুন বলেন, আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, এখানে প্রায় ৩০০+ স্বেচ্ছাসেবী নিঃস্বার্থে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।