এতদিন নাকি খুঁজতেছিলা?
দেশের ছোটপর্দার জনপ্রিয় মুখ আফরান নিশো। মডেলিং থেকে বিজ্ঞাপন, এরপরে টিভি নাটকে লম্বা ক্যারিয়ার এরপর এলো সুড়ঙ্গ! সুড়ঙ্গ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটে নিশোর। মাঝখানে সমানে কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মে। এবার দীর্ঘ এক বিরতির পর দর্শকদের সামনে হঠাৎই এসে নিশোর প্রশ্ন, এতদিন নাকি খুঁজছিলা?
আজ (৮ ডিসেম্বর) জনপ্রিয় এই অভিনেতার জন্মদিন। নিজ জন্মদিনে সন্ধ্যায় এক ভিডিও বার্তায় নিশো বলেন, ‘‘কী? এতদিন নাকি অনেক খুঁজতেছিলা। এত সহজে খুঁইজা পাইলে কি ‘দাগি’ হয়?’’
মূলত শিহাব শাহীনের পরিচালনায় আফরান নিশোর পরবর্তী সিনেমা ‘দাগি’র রিলিজ ডেট সম্পর্কে ভক্তদের ইঙ্গিত দিতেই ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
সিনেমায় নিশোর বিপরীতে থাকছেন তমা মির্জা। এতে আরও আছেন সুনেরাহ বিনতে কামাল।
নতুন সিনেমার ঘোষণা দেওয়ার সময় নিশোর পাশেই ছিলেন, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল ও পরিচালক শিহাব শাহীন।
ভক্তদের নিশো সিনেমা রিলিজের কথা স্মরণ করিয়ে বলেন, ‘ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো। এই ‘দাগি’র সাথে দেখা হবে ঈদে।’
‘দাগি’ নিয়ে সিনেমাটির অন্যতম প্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদোয়ান রনি বলেন, এতটুকু বলতে পারি, দাগি’র গল্প অসাধারণ। শিহাব শাহীন একজন পরীক্ষিত নির্মাতা। সব মিলিয়ে কাজটি নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করবে বলে আমি আশাবাদী।
বাকিটা দেখা যাবে বড়পর্দায়।