রাজনগরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্টিত
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় প্রথম বারের মতো বাংলাদেশ ও আরব বিশ্বের কয়েকটি দেশের ক্বারীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন।
গতকাল (১১ই ডিসেম্বর) বুধবার , বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার, ৬নং টেংরা ইউনিয়ন শাখার যৌত উদ্দ্যাগে উপজেলার শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে এ ক্বিরাত সম্মেলন।
বাংলাদেশ ও আরব বিশ্বের ক্বারীদের মধ্যে তিলাওয়াত করেছেন, মিশর থেকে শাইখ ইয়াসির শারক্বাউঈ, বাংলাদেশের শাইখ আহমদ বিন ইউসুফ আল আযহারী, ইরান থেকে ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, মরক্কোর ক্বারী ইলিয়াস আল-মিহয়াউঈ, বাংলাদেশের ক্বারী সাইফুল ইসলাম ও হাফিজ ক্বারী মুজাম্মিল আহমদ তারা তাদের কোরআনের স্বরলহরীতে শ্রোতাদেরকে মুখরিত করে তুলেন।
দুপুর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে বাদ মাগরি প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারী, হাফিজ মাওলানা, ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী।
টেংরা বাজার সর্দার শাহ দরগা মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাও. তারেক আহমদ এর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, আনজুমানে আল-ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শামছুল ইসলাম, জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান- হাফিজ মাও, আলাউর রহমান টিপু, কুলাউড়া উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান কাজী মাও, ফজলুল হক খান সাহেদ, সাহেদ আহমদ, মৌলভীবাজার জেলা আল ইসলাহর প্রচার সম্পাদক, মাও: শফিকুল আলম সুহেল, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মাও. সিরাজুল ইসলাম মাসুক,রাজনগর উপজেলা আল ইসলাহর সভাপতি, মাও, রিয়াজ উদ্দিন,সাধারণ সম্পাদক,হাজী সোহেল আহমদ, দৈনিক ইনকিলাবের রাজনগর উপজেলা প্রতিনিধি, মুহাম্মদ গৌছুজ্জামান, মাও: লোকমান খান নবীন,মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি, আলী রাব্বি রতন,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া ইমন, রাজনগর উপজেলা তালামীযের সভাপতি,আলী হুসাইন মিতুল, সাধারন সম্পাদক, আবু সালেহ শিপু,রুহুল আমীন তরফদার কাশেম, জুনেদ আহমদ তরফদার,রাহেল আহমদ,জুনেল আহমদ,প্রমূখ।
এশিয়াবিডি২৪/গৌছুজ্জামান/১২/১২/২৪