মৌলভীবাজারে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী প্রি-ঈদ ফেস্টিভ্যাল

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী প্রি-ঈদ ফেস্টিভ্যাল।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী প্রি-ঈদ ফেস্টিভ্যাল।

গার্লস গ্রুপ অফ মৌলভীবাজারী ফুরিন এর আয়োজনে ১৬ থেকে ১৮ফেব্রুয়ারি শমসেরনগর রোডস্থ মৌলভীবাজার চৌমুহনার মৌলভী শাদি মহলে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।

ফেস্টিভ্যালে দেশী-বিদেশী পোশাক, জুয়েলারি, কসমেটিক্স , বাচ্চাদের খেলনা, হোম মেইড খাবার, অর্গানিক প্রোডাক্ট, ঘর সাজানোর নানা ধরনের পণ্য, বোরখা হিজাব আভায়াসহ আরও অনেক ধরনের পণ্য সামগ্রীর স্টল থাকবে।

আরও সংবাদ