রাজনগরে জাতীয় ভোটার দিবস পালিত

তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২রা মার্চ ২০২৫ (রবিবার) নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি র্যাারী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার অরবিন্দু দাস। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা প্রকৌশলী রাজু পাল, প্রশাসনিক কর্মকর্তা বাদশা মিয়া মহিলা বিষয়ক কর্মকর্তা মধুচন্দা দাস,ইসলামি ফাউন্ডেশন রাজনগরের ফিল্ড সুপারভাইজার আব্দুল কাইয়ুম প্রমুখ।

এশিয়াবিডি২৪/রাজনগর/মো

আরও সংবাদ