রাজনগর উপজেলা ক্যাব-এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
মৌলভীবাজারের রাজনগর উপজেলা কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
জেলা ক্যাব সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসীন এর সভাপতিত্বে মৌলভীবাজার জেলা স্কাউট ভবনে গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাব মৌলভীবাজার শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য রাজনগর উপজেলার ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে । নবগঠিত এই কমিটিতে বিমলাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওদুদ কে সভাপতি এবং পাবলিক হেলথ রিসার্চার শাহ ছাব্বির আলী কে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি আব্দুর রহিম (অধ্যক্ষ, তারাপাশা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ), নজরুল ইসলাম খান এবং সাংবাদিক আউয়াল কালাম বেগ। কোষাধ্যক্ষ সাংবাদিক ফরহাদ হোসেন। আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রুকসানা বেগম, প্রচার সম্পাদক সাংবাদিক কামরান আহমদ।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন- জায়দা বেগম তরফদার, আব্দুল করিম, শাহ ইজ্জাত আলী, ডা. জাকির হোসেন মুন্না, আজিজা খানম, শাহ আহসান হাবিব, শাহ আতাহার আলী, লবনী কান্ত বৈদ্য, শাহ সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, রিবান বকস, এবাদ আহমেদ এবং সৈয়দ সিপার আলী ।
সভা শেষে জেলা ক্যাব সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসীন এবং সাধারণ সম্পাদক হোসাইন আহমদ নবগঠিত কমিটির অনুমোদন পত্রে স্বাক্ষর করেন । নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলার ভোক্তা অধিকার রক্ষায় এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

