উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসার পূর্ণমিলন অনুষ্ঠিত
মৌলভীবাজার সদর উপজেলার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসার ৫২ বছর পূর্তি উপলক্ষে সাবেক ছয় শতাধিক ছাত্রদের আয়োজনে পূর্ণমিলন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) দুপুর ১১ ঘটিকায় মাদ্রাসার সংলগ্ন ঈদগাহ ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিয়মিত ছাত্রদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাবেক কৃতী ছাত্ররা।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামছুল ইসলাম এর সভাপতিত্বে, ও ছাত্র কল্যান পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা বেলালুর রহমান এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। এ সময় বক্তারা মাদ্রাসার ছাত্র কল্যান পরিষদের আয়োজনের প্রশংসা করেন এবং যেকোনো প্রয়োজনে মাদ্রাসার পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
সাবেক ছাত্রদের পক্ষে মোহাম্মদ শাহাবুদ্দিন আমন্ত্রিত অতিথিদের এবং মাদ্রাসা শিক্ষকদের এ ধরনের আয়োজন সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনের আশ্বাস দেন। এ ছাড়াও ভার্চুয়াল মাধ্যমে দেশের বাহির থেকে অনেক সাবেক ছাত্ররা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
যুক্তরাজ্য প্রবাসী ও ছাত্র কল্যান পরিষদের সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম লিটু বলেন অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে না পেরে খারাপ লাগলেও এ ধরনের আয়োজন ছাত্র শিক্ষকের আন্তরিকতা বৃদ্ধি করে। এ ছাড়াও যুক্তরাজ্য প্রবাসী ও ছাত্র কল্যান পরিষদের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ বলেন এ ধরনের আয়োজনে মাদ্রাসার সাবেক অনেক পরিচিত মুখের সাক্ষাৎ পাওয়া যায়। ভবিষ্যতে এ ধরনের আয়োজন হলে প্রবাসীরা চেষ্টা করবে আয়োজন সরাসরি উপস্থিত হতে।
পরবর্তীতে মনোমুগ্ধকর ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও দোয়ার মাধ্যমে পূর্ণমিলনের সমাপ্তি ঘোষনা করা হয়।

