বালাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু
বালাগঞ্জে করোনা উপর্সগ নিয়ে এক ব্যক্তি মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
তিনি উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা।
ষাটোর্ধ্ব এ বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে ৩১ মে রাত দশটার দিকে মৃত্যুবরণ করেন।
আজ ১ জুন দুপুর ১২ টার দিকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের সদস্যরা মৃত ব্যক্তি, তার স্ত্রী ও ছেলের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন।
এবিষয়ে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম শাহরিয়ার বলেন, মৃত ব্যক্তির খবর পেয়ে বিষয়টি নিয়ে বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়ার সাথে বলি।
এদিকে, আজ বেলা ২ টার দিকে স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।
এশিয়াবিডি/কামরান/তারেক