কবিতাঃ নীল বৃক্ষ
নীল বৃক্ষ
মোঃ তোফায়েল হোসেন
অবশেষে অনুভব করলাম কেউ নেই আমার- কেউ ছিলই না;
যেমন করে চলে গেলে তুমি তেমন করে কেউ ছেড়ে যায়নি,
তোমার মতো এমন করে দুঃখ দেয়নি কেউ- জানায়নি বিদায়।
রূপের আগুনে পুড়িয়ে ছলনার চলচিত্র কেউ দেখায়নি,
ভালোবেসে তেমন করে কেউ উষ্ণ ব্যথা উপহার দেয়নি;
বরং তোমার মতো কেউ ছিলই না- কিছু দেয়ার কিছু নেয়ার।
তারপরও বিশ্বাস ছিল কেউ একজন খুঁজবে হয়তো- কেউ খুঁজেনি।
ভেবেছিলাম কেউ হয়তো আমায় অনুভব করবে- কেউ করেনি।
মনে হয়েছিল হয়তো ভুল করে হলেও কেউ নেবে আমার খবর
কেউ ভুলেও একবার মনে করেনি!
অথচ বিশ্বাসের অট্টালিকায় কত ভুল ছিলাম আমি তোমার তরে,
তোমায় ভেবেছিলাম নিষ্টুরতার এক সাজানো মায়াবী প্রতিমা,
ভেবেছিলাম আমার নষ্ট প্রহরের কষ্ট তুমি- ভুল ভেবেছিলাম!
অতঃপর আজ বত্রিশ বসন্ত পর অনুভূত হলো ভুল ছিলাম আমি;
পণ্য ছিলাম, একা ছিলাম, সভ্যতার মাঝে হয়তো অসভ্য ছিলাম,
তোমার স্মৃতিতে মগ্ন ছিলাম, মানুষের ভিড়ে অমানুষ ছিলাম।
মনে হয় আমি ভুল ছিলাম, ভুল করে তোমায় ভালোবেসেছিলাম।
আমি হয়তো পৃথিবীর এক অদৃশ্য ছায়াই ছিলাম
হয়তো তোমার অষ্ট প্রহরের এক নষ্ট দৃষ্টির ভ্রষ্ট প্রেম ছিলাম।
এই লোকালয়ে এই মহাশূন্যে আর কারও কেউ ছিলাম না,
হয়তো শুধু তোমার জন্য অস্পর্শী এক গভীর অরণ্যে
শত বছর বেঁচে থাকা অচেনা এক ঔষধি নীল বৃক্ষই ছিলাম।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

