তুমি আসোনি- তাতে হয়েছে কি

তুমি আসোনি- তাতে হয়েছে কি

মোঃ তোফায়েল হোসেন

আসবে বলে আসোনি- তাতে হয়েছে কি
আমি কল্পনায় তোমাকে, ঠিকই ডেকে এনেছি।
ফিরবে বলে ফেরনি- তাতে হয়েছে কি
তোমার হৃদয়ের আঙিনা, আমি ঠিকই ছুঁয়েছি।
অসময়ে বৃষ্টি নেমেছে- তাতে হয়েছে কি
তোমার অপেক্ষায় তো, ঠিকই আমি ভিজেছি।
শীতল সমিরন বহিছে- তাতে হয়েছে কি
মায়ার চাদর জড়িয়ে, আমি ঠিকই পৌঁছেছি।

আমার টানে আসোনি- তাতে হয়েছে কি
তোমার ভালোবাসার গানে, ঠিকই আমি এসেছি।
ভেজা আলিঙ্গন হয়নি- তাতে হয়েছে কি
স্পর্শ শিহরণ মনের মন্দিরে, আমি ঠিকই নিয়েছি।

কথা দিয়ে কথা রাখনি- তাতে হয়েছে কি
একটুও কষ্ট লাগেনি মনে, আমি ঠিকই হেসেছি।
প্রহরগুলো একা কেটেছে- তাতে হয়েছে কি
ভালোবাসায় তোমাকে, ঠিকই আমি হারিয়েছি।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ